দৌলতখান প্রতিনিধি!! ভোলার দৌলতখানে ইউনিয়ন পরিষদ নির্বাচনী প্রচারণাকালে প্রতিদ্বন্দ্বী দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় উভয়পক্ষের অন্তত ৩৫ জন সমর্থক আহত হয়েছে। এ ঘটনায় ১৩ টি মোটরসাইকেল ও একটি ওষধের দোকান ভাংচুর করা হয়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতরা হলেন, মেম্বারপ্রার্থী ইয়ার হোসেনের সমর্থক তানজীব, বাচ্চু, সেলিম, হাসিব, জাহিদ ও রায়হান সহ ৩০ জন। অপর মেম্বারপ্রার্থী রাহাত তালুকদারের সমর্থক খালেক, সাগর, হাসান, ইমন, বাবু ও সিরাজ। বুধবার সন্ধ্যা সাতটায় উপজেলার চরখলিফা ইউনিয়নের ১ নং ওয়ার্ডে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এবিষয়ে মেম্বারপ্রার্থী ইয়ার হোসেন জানান, বুধবার নির্বাচনী প্রতীক পাওয়ার পর সন্ধ্যায় নির্বাচনী প্রচারণা করতে সমর্থকদের নিয়ে ওয়ার্ডে মোটরসাইকেল শোডাউন করি। প্রতিদ্বন্দ্বী মেম্বারপ্রার্থী রাহাদ তালুকদারের বাড়ির সামনে শোডাউন আসলে পথরোধ করে রাহাদ তালুকদারের বড় ভাই এ্যাডভোকেট গোলাম মোর্শেদ কিরণ তালুকদারের নেতৃত্বে হামলা ও ভাংচুর চালায়। এতে তাদের ৩০ জন সমর্থক আহত হয়। এ সময় আটটি মোটরসাইকেল ভাংচুর করে একটি ওষধের দোকান ভাংচুর ও লুটপাট করা হয় বলে তিনি জানান। অপরদিকে মেম্বারপ্রার্থী রাহাদ তালুকদারের বড় ভাই এ্যাডভোকেট গোলাম মোর্শেদ কিরণ তালুকদার জানান, প্রতীক বরাদ্দেরপর বাড়ির সামনে ভোটারদের নিয়ে উঠান বৈঠক করি। এ সময় মেম্বারপ্রার্থী ইয়ার হোসেন সমর্থকরা এসে হামলা করে। এতে তাদের পাঁচজন সমর্থক আহত হয়। এসময় পাঁচটি মোটরসাইকেল ভাংচুর করা হয় বলে তিনি জানান। দৌলতখান থানার ওসি বজলার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।