ভোলা প্রতিনিধি
আসন্ন ভোলা দৌলতখান পৌরসভা নির্বাচনে ৩নং ওয়ার্ডে উটপাখি প্রতীকের কাউন্সিলর প্রার্থী হাসান মাহমুদের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে পৌরসভর ৩নং ওয়ার্ডের জামিদার বাড়ীর দরজায় এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। উঠান বৈঠকে উঠপাখি প্রতীকের কয়েক শত কর্মী-সমর্থকরা উপস্থিত ছিলেন। এসময় কাউন্সিলর প্রার্থী হাসান মাহমুদ বলেন, যদি আগামী ৩০ জানুয়ারী দৌলতখান পৌরসভা নির্বাচনটি সুষ্টু ও নিরপেক্ষ ভাবে অনুষ্ঠিত হয় তবে আমি এলাকাবাসীর ভালোবাসার রায়ের মাধ্যমে বিপুল ভোটের ব্যাবধানে জয়ী হবো এবং বিজয়ী হবার পর তিনি সর্বপ্রথাম এমপি মাহাদয় ও প্রশাসনের সাথে হাত মিলিয়ে এলাকার থেকে মাদক ইভটেজিংসহ সকল অপরাধমূলক কার্যক্রম শক্ত হাতে দমন করবেন। অন্যদিকে এলোকার ড্রেনেজ, পুল-কালভার্ট, পানি নিস্কাসনসহ ৩নং ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ড করার জন্য যথাসাধ্য কাজ করবেন।
উঠান বৈঠকে তার সাথে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, দৌলতখান পৌলসভার সাবেক মেয়র ও বর্তমান মেয়র প্রার্থী জাকির হোসেন তালুকদার, দৌলতখান উপজেলা চেয়ারম্যান মনজুর আলম খান, চরখলিফা ইউনিয়নের চেয়ারম্যান মেহেদী হাসান মুকু, ভবানীপুর ইউনিয়নের চেয়ারম্যান গোলাম নবী নবুসহ স্থানীয় আওয়ামীলীগের নেতা ও কর্মীগন।