জসিম রানা, ভোলা॥
আসন্ন ভোলা দৌলতখান পৌরসভা নির্বাচনে ৪নং ওয়ার্ডে উটপাখি প্রতীকের কাউন্সিলর প্রার্থী আবদুর রবের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে তার বাসা সংলগ্ন ৪নং ওয়ার্ডের একটি মাঠে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। উঠান বৈঠকে উঠপাখি প্রতীকের কয়েক শত কর্মী-সমর্থকরা উপস্থিত ছিলেন। এসময় কাউন্সিলর প্রার্থী আবদুর রব বলেন, যদি আগামী ৩০ জানুয়ারী দৌলতখান পৌরসভা নির্বাচনটি সুষ্টু ও নিরপেক্ষ ভাবে অনুষ্ঠিত হয় তবে আমি এলাকাবাসীর ভালোবাসার রায়ের মাধ্যমে বিপুল ভোটের ব্যাবধানে জয়ী হবো এবং বিজয়ী হবার পর তিনি সর্বপ্রথাম এমপি মাহাদয় ও প্রশাসনের সাথে হাত মিলিয়ে এলাকার থেকে মাদক ইভটেজিংসহ সকল অপরাধ মূলক কার্যক্রম শক্ত হাতে দমন করবেন। অন্যদিকে এলোকার ট্রেনেজ, পানি নিস্কাসনসহ ৬নং ওয়ার্ডকে একটি মডেল এলাকা করার জন্য যথাসাধ্য কাজ করবেন। এসময় তিনি অভিযোগ করে বলেন, বর্তমানে তার জনসমর্থন বেশী থাকাতে তার প্রতিপক্ষ প্রার্র্থীদের কর্মী সমর্থকরা তাকে নানা ভাবে লাঞ্চিত করছে। তার উঠান বৈঠকে যাতে তার সমর্থকরা আসতে না পারে এ ব্যাপারে তারা বাঁধা প্রদান করছে। অন্যদিকে তার প্রচার কাজেও প্রতিদন্ধীরা বাঁধা প্রদান করছে। তাই তিনি আগামী ৩০ জানুয়ারীর নির্বাচনটি সুষ্টু ও নিরপেক্ষ ভাবে অনুষ্ঠিত করার জন্যা প্রশাসনের কাছে অনুরোধ জানান।