ভোলা প্রতিনিধি॥
আসন্ন পবিত্র ঈদুল ফিতর ও চলমান করোনা দূর্যোগ মহুর্তে ক্ষতিগ্রস্ত ৬০০ পরিবারের মাঝে ব্যক্তিগত উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ করেছেন দৌলতখান উপজেলার উত্তর জয়নগর ১নং ওয়ার্ডের আওমীলীগ কর্মী মৃত মুক্তিযোদ্ধা আলহাজ্ব তোফাজ্জল হোসেনের ছেলে আমির হোসেন কামাল।
তিনি সোমবার (১০মে) সকালে তার নিজ বাড়ীতে এ খাদ্য সামগ্রী বিতরণের আয়োজন করেন। ঈদ উপলক্ষে খাদ্য সামগ্রীর মধ্যে ছিলো সেমাই, চিনি, দুধ ও মসল্লা।
এসময় তিনি বলেন, করোনার প্রথম থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যকর পদক্ষেপে অব্যাহত রয়েছে। বাংলাদেশ এখনও বিশ্বের অন্যান্য দেশের তুলনায় ভালো অবস্থানে আছে। এই মহামারি করোনা ভাইরাস সংক্রমণের ক্রান্তিলগ্নে প্রধান মন্ত্রী শেখ হাসিনা জনগণের জীবন-জীবিকা নিশ্চিত করতে নিরলস ভবে কাজ করে যাচ্ছেন। তিনি আরো বলেন, বিগত দিনে কোনো সরকার দরিদ্র অসহায় মানুষের পাশে দাড়ায়নি। বর্তমান সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা দরিদ্র অসহায় মানুষদের জন্য যথা সাধ্য কাজ করে যাচ্ছেন। এ করোনায় আজ পৃথীবির বড় বড় দেশ আক্রান্ত কিন্তু সে তুলনায় আমাদের দেশ ভালো আছে। করোনাকালীন সময়ে প্রধানমন্ত্রীর গৃহিত পদক্ষেপ ছিলো বাস্তবসম্মত, যা দেশের মানুষ গ্রহণ করেছে। তাই দেশে করোনা সংক্রামন কমে আসছে।