জসিম রানা, ভোলা।
ভোলার দৌলতখান উপজেলার উত্তর জয়নগর ইউনিয়নে অসহায়দের মাঝে বস্ত্র বিতরণ করেছেন উত্তর জয়নগর ইউনিয়নের ৪,৫,৬নং মহিলা সংরক্ষিত আসনের নব নির্বাচিত ইউপি সদস্য তাসলিমা বেগম। তিনি চলমান শীত মৌসুমে উত্তর জয়নগর ইউনিয়ন পরিষদ ও ৪,৫,৬ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় গিয়ে এসব শীত বস্ত্র বিতরণ করেণ। এসকল জনকল্যান মূলক কাজে তাকে সার্বিক সহযোগীতা করেছেন, ওই ইউনিয়নের নব নির্বাচত চেয়ারম্যান মাকসুদ হাওলাদার।
এসময় ইউপি সদস্য তাসলিমা বেগম বলেন, উত্তর জয়নগর ইউনিয়নের মানুষের ভালোবাসা ও সু-চিন্তিত রায়ের মাধ্যমে আমি বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছি। এলাকার জনগন বিনা স্বার্থে আমাকে যোগ্য মনে করে তাদের মূল্যবান ভোট প্রদান করেছে। আমি এলাকাবাসীর কাছে চির রিনি। আমি স্বামী হারা দরিদ্র-অসহায় বলে এ নির্বাচনে আমার কোন টাকা-পয়সা খরচ করতে পারিনি। নির্বাচনের পোস্টার, লিফলেট ছাপানোর মতোও আমার সমর্থন ছিলো না। এলাকার মানুষ আমাকে ভালোবেসে এ নির্বাচনে বিনা স্বার্থে আমার জন্য কাজ করেছে। আমি যদি বেচে থাকি, তবে আমার কর্ম দক্ষতা দিয়ে এলাকার মানুষের রিন শোধ করার চেষ্টা করবো। আমার প্রতিদন্ধী আরো ৩জন প্রার্থী ছিলো কিন্ত জনগন একমাত্র আমাকে যোগ্য মনে করে তাদের মূল্যবান ভোটটি দিয়েছে।
তিনি আরো বালেন, এর আগেও এলাকাবাসীর সমর্থীন নিয়ে আমি ৩বার নির্বাচনে দাড়িয়েছিলাম। কিন্তু আমার জনগন স্বাক্ষি আছেন, উত্তর জয়নগর ইউনিয়নের একজন প্রভাবশালী জন প্রতিনিধি বিভিন্ন সড়যন্ত্র করে আমাকে নির্বাচনে অন্যায় ভাবে ঠকিয়েছে বার বার। আমি এ মুহুর্তে তার নাম মুখে আনতেও ঘৃণা করে। কথায় বলে পাপ ছাড়ে না বাপকেও সয়ং আল্লাহ সে দূর্ণীতিবাজ জন প্রতিনিধির উত্তম বিচার করেছে। উল্লেখ্য এ জনপ্রতিনিধি আমাকে এলাকাবাসীর থেকে বিচ্ছিন্ন করার জন্য গত ৩-৪-১৮ইং তারিখে তার পালিত ক্যাডার বাহিনী দিয়ে আমাকে হত্যার উদ্দেশ্যে আমার উপর অতর্কিত হামলা চালিয়েছে। সে হামলায় আমি গুরুতর আহত হবার পর প্রথমে ভোলা হাসপাতাল পরে বরিশাল হাসপতাল এর পর ঢাকা মেডিকেলে আমি মৃত্যুর সাথে যুদ্ধ করে আল্লাহর রহমত ও এলাকাবাসীর দোয়ার বিনিময়ে বেঁচে এসেছি। এখনো সে আমার ক্ষতি করার জন্য বিভিন্ন সড়যন্ত্রে লিপ্ত রয়েছে।
তিনি আরো বলেন, বর্তমানে দেশ উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে। আমার লক্ষ উদ্দেশ্য আমার ইউনিয়নের অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করা। আমার অভিবাবক, ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল ও আমার পরিষদের চেয়ারম্যান মাকসুদ হাওলাদারের সহযোগীতা নিয়ে আমি ৪,৫,৬নং ওয়ার্ডের সকল প্রকার উন্নয়নে সর্বাধিক ভূমিকা রাখব। আমার ওয়ার্ডগুলোকে একটি মডেল ওয়ার্ডে রূপান্তরিত করাই আমার আসল উদ্দেশ্য। তাছাড়া এলাকার রাস্তা-ঘাট, পুল-কালভার্ট, মসজিদ-মাদ্রাসা, স্কুল-কলেজের সার্বিক উন্নয়নে আমি আশাকরি ব্যাপক ভূমিকা রাখব। অন্যদিকে এলাকা থেকে মাদক ইভটেজিং, জুয়া, চুরি, ডাকাতি প্রশাসনকে সাথে নিয় শক্ত হাতে দমন করব।