জসিম রানা, ক্রাইম বিডি।
ভোলার দৌলতখান উপজেলার চরখলিফা ইউনিয়নের দিদারুল্লাহ ৪নং ওয়ার্ডের মিয়ারহাট টু কবিরাজ বাড়ির মোড় পর্যন্ত ২ কিঃ মিঃ রাস্তার বেহাল দশা। বর্তমান সরকারের আমলে দৌলতখান উপজেলার গ্রামগঞ্জের অন্যান্য কাঁচা-পাকা রাস্তাগুলো সংস্কার হলেও এটি রয়ে গেছে ধার ছোঁয়ার বাইরে। যার কারণে এলাকার জনগনের দূর্ভোগ চরমে। এ বিষয়ে দেখার কেউ নেই বলে অভিযোগ করেন সম্মিলিত এলাকাবাসী। ওই এলাকার আবুল হাসেম, আবদুল মোতালেব, আমির হোসেন, আবুল কালাম, আয়শা আক্তার, খাদিজা বেগম, সুমাইয়া আক্তারসহ অধিকাংশ ব্যক্তিরা জানান, বর্তমানে আওয়ামীলীগ সরকারের আমলে দৌলতখান উপজেলার সকল রাস্ত-ঘাটের উন্নয়ন হলেও উন্নয়নের ছোঁয়া থেকে বঞ্চিত হয়েছে মিয়ার হাট টু কবিরাজ বাড়ির মোড় পর্যন্ত ২ কিঃ মিঃ রাস্তা। এ ব্যাপারে আমরা সম্মিলিত এলাকাবাসী রাস্তাটি সংস্কারের জন্য এলাকার চেয়ারম্যান, মোম্বারসহ গন্যমান্যদের কাছে একাধিকবার দৌড়-ঝাপ করলেও কোন প্রকার সু-ফল মেলেনি আমাদের ভাগ্যে। এ রাস্তাটির বেহাল দশার কারণে এলাকার স্কুল ও কলেজ পড়–য়া শিক্ষার্থীরা খুবই কষ্ট করে স্কুল-কলেজে যেতে হচ্ছে। ছোট ছোট শিশুরা এ রাস্তায় হাটতে গিয়ে প্রায়ই দূর্ঘটনায় পড়তে হয়েছে। অন্যদিকে রাস্তাটি ভালো না থাকাতে প্রসুতিসহ আশঙ্কাজনক রুগীদের সময় মতো ডাক্তার ও হাসপাতালে নেয়া যাচ্ছে না। রাস্তাটির কারণে রুগীরাও জরুরী সেবা থেকে বঞ্চিত হচ্ছে। এপর্যন্ত অনেক অটো-রিক্সা এ রাস্তায় চলতে গিয়ে দূর্ঘটনার সমুক্ষিণ হয়েছে। তার আরো জানান, এ এলাকার মেম্বার, চেয়ারম্যানরা ভোটের আগে আমাদেরকে একাধিকবার প্রতিশ্রুতি দিয়েছে, তারা যদি ভোটে পাশ করতে পারে তবে আমাদের এ রাস্তাটি সংস্কার করে দিবে। কিন্তু তার সে কথা রাখেনি। এমতাবস্থায় এলাকাবাসীর দূর্ভোগের কাথা চিন্তা করে এ রাস্তাটি দ্রুত মেরামতের জন্য, ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুলসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন, সম্মিলিত এলাকাবাসী।