জসিম রানা, ভোলা ।
শারদীয় দূর্গা উৎসব উপলক্ষে ভোলার বোরহানউদ্দিন ও দৌলতখানে ৪৫টি মন্দিরে নগদ অর্থ ও শারী-লুঙ্গি বিতরণ করেছেন ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মকুল। নগদ অর্থের মধ্যে ছিলো প্রতিটি মন্দিরে ২০ হাজার টাকা। অন্যদিকে সরকারি ভাবে ৫০০ কেজি করে বোরহানউদ্দিন ও দৌলতখানের প্রতিটি মন্দিরে প্রদান করা হয়েছে। সোমবার দিন ব্যপি বোরহানউদ্দিন ও দৌলতখানে বিভিন্ন মন্দিরে গিয়ে দূর্গা উৎসব উপলক্ষে এসব উপহার সামগ্রী বিতরণ করেণ এমপি মুকুল। এসময় তিনি এক প্রসঙ্গে বলেন, বিএনপি তত্ত্বাবধায়ক সরকারের স্বপ্ন দেখে লাভ নাই। আগামী সংসদ নির্বাচন হবে সংবিধান অনুসারে। তিনি যুব সমাজকে সচেতন করার লক্ষে বলেন, খেলাধুলা মাদকমুক্ত সমাজ গড়তে সহায়ক শক্তি হিসেবে কাজ করে। তাই উন্নত জাতি ও মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই। ফুটবল খেলার মাধ্যমে বাংলাদেশ আজ সারা বিশ্বে পরিচিতি লাভ করেছে। আমাদের সোনার ছেলেরা ফুটবলের মাধ্যমে বাংলাদেশকে সম্মানিত করেছে। তিনি আরো বলেন, আজ আমরা গর্ব করে বলতে পারি খেলাধুলায় বাংলাদেশ পিছিয়ে নেই। খেলাধুলা মানবিক মূল্যবোধ ও মেধা বিকাশের অন্যতম মাধ্যম। তাই সব শ্রেণী-পেশার মানুষকে খেলাধুলার মান উন্নয়নে এগিয়ে আসতে হবে। শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলারও সুযোগ দিতে হবে। তবেই আগামী দিনে আমরা সুস্থ ও মেধাসম্পন্ন জাতি উপহার পাব। আধুনিক, নিরাপদ ও মাদকমুক্ত দেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে। তবেই বাংলাদেশ সারা বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াবে। আমাদের এ অঞ্চলের ছেলেমেয়েরা শিক্ষায় অনেকটা এগিয়েছে। তার সঙ্গে খেলাধুলার মান আরও বৃদ্ধি করতে হবে।