মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিন আগামী জুন মাস থেকে দেশব্যাপী ‘সম্পূর্ণ লকডাউন’ ঘোষণা করেছেন। করোনার সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় সংক্রমণ নিয়ন্ত্রণের অংশ হিসেবে তিনি এমন পদক্ষেপ নিয়েছেন। খবর আল জাজিরার। প্রধানমন্ত্রী মুহিউদ্দিন বলেন, আগামী ১ জুন থেকে ১৪ জুন পর্যন্ত সব ধরনের সামাজিক ও অর্থনৈতিক এলাকায় কঠোর লকডাউন বহাল থাকবে। শুধুমাত্র অত্যাবশ্যকীয় সেবা এবং অর্থনৈতিক খাত চালু থাকবে। যেগুলো জাতীয় নিরাপত্তা পরিষদ তালিকাভুক্ত করবে। দেশটির সরকারি কর্মকর্তারা মনে করেন, ভাইরাসটির নতুন সংক্রামক ভ্যারিয়েন্টের কারণে এই সংক্রমণ বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি পবিত্র রমজান মাস এবং ঈদুল ফিতরের ছুটিতে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশটিতে জনসমাবেশের কারণেও সংক্রমণ বৃদ্ধি পেয়েছে। গতকাল এক বিবৃতিতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেন, ‘প্রতিদিন ব্যাপকভাবে সংক্রমণের ঊর্ধ্বমুখী প্রবণতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে সারা দেশে কোভিড-১৯ রোগীদের চিকিৎসায় হাসপাতালের সক্ষমতা সীমিত হয়ে যাচ্ছে।’ শনিবার মালয়েশিয়ায় ৯ হাজার ২০ জনের করোনা শনাক্ত হয়েছে। যা টানা পঞ্চম দিনে রেকর্ড সংক্রমণ। ফলে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ৫৮ হাজার ৫৩৪। দেশটিতে শনিবার করোনায় আরও জনের মৃত্যুর ফলে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৬৫০ জনে। মালয়েশিয়া ইতোমধ্যে করোনার টিকা প্রদান শুরু করেছে। যদিও সমালোচকরা টিকা প্রদানের গতি মন্থর বলে মন্তব্য করেছেন। গত বৃহস্পতিবার পর্যন্ত প্রায় ১৭ লাখ মানুষ টিকা নিয়েছেন। প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিন বলেন, মালয়েশিয়ার অর্থনীতি পূর্ণ বন্ধের ফলে অর্থমন্ত্রী অথনৈতিক সেক্টরের ব্যক্তিদের জন্য রিলিফ প্যাকেজ ঘোষণা করবেন। জুনের প্রথম দুই সপ্তাহ লকডাউনে করোনা সংক্রমণ কমলে মালয়েশিয়া সরকার ধীরে ধীরে পরবর্তী চার সপ্তাহে কিছু সেক্টর পুনরায় খুলে দেবেন। তারপর সম্পূর্ণ অর্থনৈতিক সেক্টর খুলে দেয়া হবে বলে খবরে বলা হয়। করোনায় অর্থনীতির ক্ষতি পুষিয়ে দিতে মালয়েশিয়া সরকার গত এক বছর যাবত প্রায় ৭২.৬ বিলিয়ন প্রণোদনা প্যাকেজ দিয়েছেন।