মহামারি করোনা মোকাবেলায় টালমাটাল দিল্লির মুখ্যমন্ত্রী অরভিন্দ কেজরিওয়ালের ক্ষমতা কার্যত খর্ব করে দেওয়া হয়েছে।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকার জানিয়েছে, মঙ্গলবার (২৭ এপ্রিল) থেকে দ্য গভর্নমেন্ট অব ন্যাশনাল ক্যাপিটল টেরিটরি অব দিল্লি (সংশোধিত) বা জিএনসিটিডি আইনটি কার্যকর করা হয়েছে। এতে দিল্লির নির্বাচিত আম আদমি পার্টির সরকারের তুলনায় অতিরিক্ত ক্ষমতা ভোগ করবেন উপরাজ্যপাল অনিল বৈজল। আনন্দবাজারপত্রিকার খবরে বলা হয়, এখন থেকে কোনও সরকারি সিদ্ধান্ত নিতে হলে কেজরিওয়ালের সরকারকে উপরাজ্যপালের পরামর্শ নিতে হবে। চলতি বছরের ২২ মার্চ লোকসভা এবং ২৪ মার্চ রাজ্যসভায় জিএনসিটিডি বিল পাশ হয়েছিল। তখন আম আদমি পার্টি ও কংগ্রেসসহ একাধিক বিরোধী দল এই বিলের প্রতিবাদে রাজ্যসভায় ওয়াকআউট করে। ২৮ মার্চ ভারতের প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দ সেই বিলে সই করলে তা আইনে পরিণত হয়।
এই আইন নিয়ে তখন ব্যাপক বিতর্ক হয়েছিল। আর ভারতীয় জনতা পার্টির সঙ্গে আম আদমি পার্টির আগে থেকেই টানাপোড়েন চলছে।