তানভীর আলম কুমিল্লা জেলা প্রতিনিধি!! কুমিল্লা নগরীর পদুয়ার বাজার বিশ্বরোড এলাকার এক ব্যবসায়ীর কাছ থেকে রেপিড এ্যাকশন ব্যাটালিয়ান অফিসার পরিচয় দিয়ে, বিভিন্নভাবে ভয় ভীতি দেখিয়ে গত ২৩মে থেকে ২৬মে তারিখ পর্যন্ত ধাপে ধাপে ২,৩১,০০০/- টাকা বিকাশের মাধ্যমে আদায় করে নেন তিন প্রতারক। এব্যাপারে কুমিল্লাসদর দক্ষিণ মডেল থানার অফিসার ইনচার্জ দেবাশীষ চৌধুরী ও সেকেন্ড অফিসার এসআই খাদেমুল বাহারের পরামর্শে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় জিডি করে। উক্ত জিডি মূলে কুমিল্লা র্যাব ১১ সিপিসি টু সদস্যরা মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলা থেকে এই তিনজন প্রতারক কে আটক করে।এরা তিন জন মৌলভীবাজার ও হবিগঞ্জের বাসিন্দা । এভাবে কেউ প্রতারণা করতে চাইলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা নেয়ার জন্য কুমিল্লা সদর দক্ষিণ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার প্রশান্ত পাল বলেন। এবং বিশ্বস্ত একটি সূত্রে জানা যায় প্রতারণার সাথে স্থানীয় বিকাশ ব্যবসায় জড়িত অনেকে রয়েছেন।