জসিম রানা, ভোলা।
ভোলার তজুমদ্দিন উপজেলার শম্ভুপুর, চাঁদপুর ও চাচড়া ইউনিয়নের ৭ হাজ অসহায় ও দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ করেছেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন।
এ উপলক্ষে আজ দুপুরে শম্ভুপুর ইউনিয়ন পরিষদে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় এমপি শাওন বলেন, মহামারি করোনা যখন বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে, তখন দেশের মানুষকে করোনার প্রকোপ থেকে রক্ষার জন্য বিশ্বের উন্নত দেশগুলোর আগেই আমাদের জন্য বিনামূল্যে টিকার ব্যবস্থা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পৃথিবীতে এমন কোন দেশ নেই যেখানে নাগরিকদের বিনামূল্যে কোভিড টিকা দেয়া হয়েছে। আমাদের প্রধানমন্ত্রী দেশের মানুষের কথা চিন্তা করে প্রত্যেককে এ টিকা দেয়ার পরিকল্পনা গ্রহণ করেছেন।
এসময় উপস্থিত ছিলেন, তজুমদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা মরিয়ম বেগম, উপজেলা আওয়ামীলীগ সভাপতি ফখরুল আলম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান, সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগণসহ আরও অনেকে।