বাংলাদেশ জাতীয়তাবাদী দলের(বিএনপি) প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে টিএসসি এলাকায় অসহায়দের মাঝে শিক্ষাসামগ্রী এবং খাবার বিতরণ কর্মসূচিতে ছাত্রদলের উপর ছাত্রলীগ হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। এতে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতিসহ ১৫-২০ জন আহত হয়েছে বলে জানা যায়। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল শাখার আহ্বায়ক মো. রাকিবুল ইসলাম রাকিব এ বিষয়ে ঢাকা টাইমসকে বলেন, ‘খাবার ও শিক্ষাসামগ্রী বিতরণ কার্যক্রম শুরুর আগে আমাদের নেতাকর্মীরা টিএসসি এলাকায় একত্রিত হলে ছাত্রলীগের সহ-সভাপতি মিজানুর পিকুলের নেতৃত্বে বহিরাগত সন্ত্রাসীরা ছাত্রদলের নেতাকর্মীদের ওপর দেশীয় অস্ত্রসহ হামলা করেছে। এতে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতিসহ অনেকে আহত হয়েছে। শুধুমাত্র ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে ২০ জনকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে।’ হামলার ঘটনা অস্বীকার করে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন বলেন, ‘আমরা কয়েকদিন ধরে দেখতে পাচ্ছি- সামরিক শাসক, অবৈধ ক্ষমতা দখলকারী মেজর জিয়ার মৃত্যুবার্ষিকীকে কেন্দ্রে করে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রদল রীতিমতো সন্ত্রাস শুরু করেছে। ছাত্রদলের অভ্যন্তরীণ কোন্দল, উপদলীয় কোন্দল বৃদ্ধি পেয়েছে। এর বহিঃপ্রকাশ হিসেবে আজ তারা নিজেদের মধ্যে ঘটনাটা ঘটিয়েছে। আমরা মনে করি, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশের ওপর একটি আঘাত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ কে এম গোলাম রব্বানী জানান, ‘বিশ্ববিদ্যালয়ে সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ। পূর্ব অনুমিত ছাড়া তাদের (ছাত্রদল) এ ধরনের অপকর্ম এবং স্বেচ্ছাচারী কাজের দায় বিশ্ববিদ্যালয় নেবে না। তাদেরই নিতে হবে।’