নিখোঁজের দুই দিন পর বরিশালের কলেজছাত্রের মরদেহ ঝালকাঠির নলছিটি উপজেলার সুগন্ধা নদী থেকে উদ্ধার করেছে পুলিশ। শাহরিয়ার আলম (১৭) নামের ওই ছাত্রটি বরিশাল আলেকান্দা এলাকার মো. নজরুল ইসলামের ছেলে এবং বরিশাল অমৃত লাল দে মহাবিদ্যালয়ের দ্বাদশ শ্রেণির ছাত্র। তার বাবা নৌবাহিনীতে কর্মরত বলে জানায় পুলিশ।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম সুলতান মাহমুদ জানান, বুধবার সকাল ১০টার দিকে নলছিটি লঞ্চঘাট এলাকার সুগন্ধা নদীতে মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা থানা পুলিশকে অবহিত করে। পুলিশ নদী থেকে মরদেহ উদ্ধার করলে শাহরিয়ারের স্বজনরা এসে শনাক্ত করে।
তিনি আরও জানান, গত ১৪ আগস্ট সকালে প্রাইভেট পড়তে যাবার কথা বলে ওই ছাত্রটি বাসা থেকে বের হয়। সন্ধ্যায়ও ফিরে না আসলে পরিবার বরিশাল কোতয়ালী থানায় একটি ডায়েরী (জিডি-৮৪১) করেন। ময়নাতদন্তের জন্য মরদেহ ঝালকাঠি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।”