ক্রাইম বিডি, ডেক্স।
জীবন গেলেও আমি নির্বাচনী মাঠ থেকে সড়ে দাড়াব না । নির্বাচনী উঠান বৈঠকে এমনটি বলেছিন, ভোলার বোরহানউদ্দিনের পক্ষিয়া ইউনিয়নে কাপনের কাপড় পরে ভোটে নামা চশমা প্রতীকের সেই অলোচিত চেয়ারম্যান প্রার্থী আলাউদ্দিন সর্দার।
তিনি আরো বলেন, পক্ষিয়া ইউনিয়নে প্রতিদন্ধী প্রার্থী নাগর হালাদারের হামলা থেকে বাঁচতে মৃত্যুর ঝুকি নিয়ে কাফনের কাপড় পড়ে ভোটের মাঠে নামেন তিনি। বিগত দিনে প্রতদন্ধী প্রার্থী নাগর হালাদারের লোকেরা দুই দুইবার তার উপর হামলা চালালেও সে নির্বাচনী মাঠ থেকে এক মুহুর্তের জন্যও সড়ে দাড়ায়নি। দেখা গেছে আলাউদ্দিন সর্দারের প্রতিটি উঠান বৈঠক জনসমুদ্রে রূপ নিয়েছে। প্রার্থী নাগর হাওলাদার কোন ভাবেই আলাউদ্দন সর্দারকে ভোটের মাঠ থেকে সড়াতে না পেরে, বর্তমানে আলাউদ্দিন সর্দারের কর্মী-সমর্থকদের মিথ্যা ও গায়েবী মামলা দিয়ে পুলিশকে লেলিয়ে দিয়েছে তাদের পেছেনে। অন্যদিকে বোরহানউদ্দিনের সাচড়া ইউনিয়নের মহিবুল্লাহ চেয়ারম্যানের নেতৃত্বে এক দল বহিরাগত সন্ত্রাসী বাহিনী প্রতিদিন পক্ষীয়া ইউনিয়নে প্রবেশ করে আলাউদ্দিন সর্দারের ভোটারদেরকে হুমকী ধামকি অব্যাহত রেখেছে। এমতাবস্থায় প্রার্থী আলাউদ্দিন সর্দার প্রশাসনের বিভিন্ন দপ্তরে একাধিকবার লিখিত অভিযোগ দায়ের করলেও এ পর্যন্ত কোন প্রকার সু-ফল মেলেনি তার ভাগ্যে। তিনি আরো জানান, পক্ষীয়া ইউনিয়নে ২৬ তারিখে সুষ্ট নির্বাচন হওয়ার মতো এখনো কোন পরিবেশ ফিরে আসেনি। তাই ২৬ তারিখে ভোটের দিন যাতে তার ভোটারগন নিরাপদে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারে এমন পরিবেশ তৈরী করার জন্য প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জোড় অনুরোধ জানান তিনি।