জনগণের সেবক হয়ে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করলেন চর মাধবদিয়া ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান তুহিনুর রহমান তুহিন মন্ডল।
তিনি আজ সংক্ষিপ্ত আলোচনায় সাংবাদিকদের বলেন জনগণ যে প্রত্যাশা করে তাকে চেয়ারম্যান নির্বাচিত করেছেন তা তিনি পূরণ করবেন। তিনি বলেন আমি জনগণের সাথে ছিলাম এবং আছি এবং ভবিষ্যতেও থাকবো।
তিনি তার আগামী দিনের কর্মকান্ড প্রসঙ্গে বলেন এলাকার জনসাধারণের যাতায়াতের জন্য রাস্তাঘাট নির্মাণ করা হবে, ব্রিজ কালভাট তৈরি করা হবে , শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা হবে, সর্বোপরি চর মাধবদিয়া কে একটা মডেল ইউনিয়ন হিসেবে রূপান্তর করা হবে।
তিনি বিগত দিন একবার চেয়ারম্যান থাকা অবস্থায় যে কাজগুলি সমাপ্ত করতে পারেনি এবার তা করা হবে বলে জানান।
পাশাপাশি চর মাধবদিয়া ইউনিয়নকে একটা মাদকমুক্ত ইউনিয়নে পরিণত করার আশাবাদ ব্যক্ত করেন।
তিনি এ ব্যাপারে সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেন।