ফাতেমা আক্তার জিতু, ষ্টাফ রিপোর্টার।
“সমবায়ই শক্তি সমবায়ই সমৃদ্ধি” এ শ্লোগানকে সামনে রেখে ভোলার চরফ্যাশনে ৫০তম জাতীয় সমবায় দিবস ২০২১ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে অনুষ্ঠান মালার মধ্যে ছিলো, জাতীয় পতাকা উত্তোলন, র্যালী, আলোচনা ও পুুরস্কার বিতরণ।
চরফ্যাশন উপজেলা প্রশাসন ও জাতীয় সমবায় অধীদপ্তরের আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন, চরফ্যাশন উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদীন আখন, বিশেষ আতিথী হিসেবে উপস্থিত ছিলেন, চরফ্যাশন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আকলিমা বেগম মিলা, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা আল নোমান।
আলোচনা সভায় বক্তরা মানুষের কল্যানে সমবায়ের অবদান তুলে ধরে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।