সিমা বেগম, ভোলা।
ভোলা চরফ্যাশনের চাঞ্চল্যকর অজ্ঞাতনামা গলাকাটা দুই লাশের পরিচয় ও খুনীদের শনাক্ত করেছেন থানা পুলিশ৷ গ্রেফতার করা হয়েছে চরফ্যাশন উপজেলার আছলামপুর ইউনিয়ন ৭নং ওয়ার্ডের আবু জাফর ফরাজী (৬২), আবুল কাশেম (২২), হেলাল উদ্দিন(২৫), আলী আজগর (৩৫) ও মোঃ বেল্লাল কে৷
জানা যায়, চরফ্যাশন পৌর ৩নং ওয়ার্ডের বাসিন্দা বর্তমানে সপরিবারে ভারতে বসবাসকারী উৎকণ্ঠ শীলের দুই পুত্র তপন শীল (৫২) ও দুলাল শীল (৫৫) দেশে আসলে তাদের রেখে জাওয়া জায়গাজমি ও আর্থিক লেনদেন সংক্রান্ত কারনে নির্মম ভাবে গলা কেটে পুড়িয়ে হত্যা করে দুর্বৃত্তরা৷ লাশ আগুনে পুড়িয়ে দেয়ায় তাৎক্ষণিক শনাক্ত না করতে পেরে ময়নাতদন্ত শেষে বেওয়ারিশ হিসেবে লাশগুলো দাফন করা হয়৷ ১৫ দিনের মাথায় অজ্ঞাতনামা দুই লাশের পরিচয় ও খুনীদের শনাক্ত করেছেন থানা পুলিশ।৷
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার, চরফ্যাশন বলেন, দুই সপ্তাহের কঠোর পরিশ্রমের মাধ্যমে অজ্ঞাতনামা লাশ দুটির পরিচয় ও এদের খুনীদের আমরা শনাক্ত করতে পেরেছি। খন্ডিত মস্তক ও হত্যাকান্ডে ব্যবহৃত ছেনি উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে আসামীরা খুনের দায় স্বীকার করেছে।
এদিকে এলাকাবাসী খুনিদের গ্রেপ্তারের খবর শুনে দ্রুত সময়ে ফাঁশির রায় কার্যকরের ব্যবস্থা করতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি অনুরোধ জানান৷