জসিম রানা, ভোলা ।
ভোলা ৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন বলেছেন,খেলাধূলা এক ধরনের শরীর চর্চা। যুবসমাজকে মাদক মুক্ত রাখতে খেলাধূলার বিকল্প নেই। সুশিক্ষা অর্জন ছাড়া জাতিকে যেমন সামনের দিকে এগিয়ে নেওয়া যাবে না, খেলাধুলার আয়োজন ছাড়া তেমনি তরুন ও যুব সমাজকে মাদক ও অপরাধমূলক কর্মকান্ড থেকে দূরে রাখা যাবে না। তাই আমাদের সবাইকে নিজেদের ভবিষৎ প্রজন্মদের সুশিক্ষায় শিক্ষিত করার পাশাপাশি ঐক্যবদ্ধভাবে খেলাধুলার পৃষ্ঠপোষকতায় এগিয়ে আসতে হবে।
সোমবার সকালে তজুমদ্দিন উপজেলা ক্রিয়া সংস্থার আয়োজনে চাঁদপুর সরকারি বিদ্যালয় মাঠে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনূর্ধ্ব ১৭) এর ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
উপজেলা নির্বাহী অফিসার মরিয়ম বেগমের সভাপতিত্বে ও ক্রিয়া সংস্থার সাধারণ সম্পাদক তুহিন তালুকদারের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফখরুল আলম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কহিনূর বেগম শিলাসহ আরো অনেকে।