তানভীর আলম কুমিল্লা জেলা প্রতিনিধি!! সম্প্রতি কুমিল্লায় ঘটে যাওয়া কিশোরদের কয়েকটি অপরাধের সূত্রধরে অনুসন্ধানে মাঠে নামে অনুসন্ধান মূলক সংগঠন টিম ক্রাইম সার্চ কুমিল্লা , তারই ধারাবাহিকতায় একে একে বেরিয়ে আসে নানা তথ্য, পাওয়া যায় কুমিল্লা সিটির ভয়ংকর অনেক কিশোরগ্যাং এর তথ্য, এর মধ্যে টিম ক্রাইম সার্চ কুমিল্লা এর নজরদারিতে আসে কুমিল্লা সিটি কর্পোরেশন এর ২১নং ওয়ার্ড এই ওয়ার্ড, কুমিল্লা রপ্তানি প্রক্রিয়াকরণ অন্চল (ইপিজেড)কেন্দ্রিক হওয়ায় এখানে কিশোর গ্যাং দৌরাত্ম্য একটু বেশি, টিম ক্রাইম সার্চে গ্যাং সম্পর্কে জানতে কথা বলে স্থানীয় এলাকাবাসী এবং নানান শ্রেনী পেশার মানুষের সাথে, এর মধ্যে একজন হল কুসিক ২১নং ওয়ার্ডের উত্তর আশ্রাফপুর এলাকার হাসেম মিয়া তিনি টিম ক্রাইম সার্চ কুমিল্লা কে জানান এই এলাকায় কমবেশি প্রায় বিশটি গ্যাং আছে, তারা সন্ধা ঘনিয়ে আসার সাথে সাথে উৎপাত আরম্ভকরে দেয়, তারা ইপিজেড গেটে দাড়িয়ে মহিলা শ্রমিকদের কে ইভটিজিং, এবং তাদের মোবাইল ছিনতাই করে এসব কাজে কেউ বাঁধা দিতে গেলে তারা তাকে মারধর করে এবং হত্যার হুমকি দেয়, এছাড়া তারা প্রত্যেকটি পাড়া মহল্লার রাস্তা বাসা বাড়ি সামনে দাড়িয়ে মেয়েদের কে ইভটিজিং করে, মাদক সেবন করে আর মাদকের টাকা সংগ্রহ করতে ছিনতাই, চাঁদাবাজি সহ নানান অপকর্মে লিপ্তহয়,তাদের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করতে গেলে তাকে হতে হামলার শিকার তাই কেউ কিছু তাদের কে বলে না আমি আপনাদের মাধ্যমে কুমিল্লার পুলিশ সুপার এর দৃষ্টি আকর্ষণ করতে চাই, তারাতাড়ি যেন এর প্রতিকার করা হয় না হলে আইনশৃঙ্খলা র আরো অবনতি ঘটবে। নাম প্রকাশে অনিচ্ছুক একই ওয়ার্ডে আরেক ব্যক্তি টিম ক্রাইম সার্চ কুমিল্লা কে জানান এই এলাকায় সদর দক্ষিণ মডেল থানার অধিনে ইপিজেড পুলিশ ফাঁড়ী থাকলে তাদের ভূমিকা নিরব বা না ধাকার মত, তারা উল্টো আরো এসব কিশোর গ্যাং সদস্যদের সাথে সখ্যতাগড়ে আড্ডাবাজি করে, ঐ ব্যক্তি আরো জানান আর এসব কিংবা গ্যাং সদস্যদের মদদদাতা হচ্ছে সমাজের কিছু নেতারা, তারা নিজেদের সার্থসিদ্ধির জন্য কোমলমতি কিশোরদের বিভ্রান্তকরে বিপথগামী করে, টিম ক্রাইম সার্চ কুমিল্লা ঐ ব্যক্তির কাছে ঐসব মদদদাতা নেতাদের নাম জানতে চাইলে উনি বলেন, আমার জীবন প্রিয় আমি আর কিছু বলতে পারবো না। কিন্তু কাউকে না কাউকে তো এর প্রতিবাদ করতেই হবে আর সমাজের সামনে বের করতে হবে ঐ মদদদাতা নেতাদের নাম,খুলে ফেলতে হবে তাদের মুখোশ তাই অনুসন্ধান চালিয়ে যাচ্ছে টিম ক্রাইম সার্চ কুমিল্লা , ধারাবাহিক ভাবে প্রকাশ করা হবে কুমিল্লা সিটিতে কিশোর গ্যাং এর মদদদাতা কারা, আসছে আগামী পর্বে।