তানভীর আলম কুমিল্লা জেলা প্রতিনিধি!!
কুমিল্লা সিটি কর্পোরেশন এলাকার সালাউদ্দীন হোটেলের এন্ড রেস্টুরেন্টের সামনের প্রধান সড়কের পাশের ফুটপাত ভেঙে যাওয়ায় পথচারীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে ,এই রাস্তটি কুমিল্লা জেনারেল হাসপাতালের( সদর হাসপাতাল) দিকে যাওয়ার একমাত্র ফুটপাত, সেটা প্রায় পুরোটাই এমন বাজে ভাবে ভেঙ্গে পরে পথচারী অনেকে যাওয়ার সময় নানা ভাবে আহত হন। ফরিদ হোসেন নামক এক ব্যাক্তির সাথে কথা হয় আমাদের উনি আমাদের কে বলেন, আমার রোগী আছে হাসপাতালে দৈনিক সকাল বিকাল দুইবার যেতে হয়, একদিন হাটতে গিয়ে হোচট খেয়ে পড়ে ব্যাথা পাইছি,খুব কস্ট করে এই ভাঙা জায়গা দিয়ে যেতে হয়, কিন্তু কি করবো যেতে তো হবেই,কিন্তু এটা দেখার যেন কেউ নেই।উনার মত অনেক পথচারীদের একই কথা যে সব জায়গার কাজ হচ্ছে, কিন্তু এমন গুরুত্বপূর্ণ একটা চলাচলের রাস্তার বেহালদশা দেখার মত কি কেউ নেই।