তানভীর আলম কুমিল্লা জেলা প্রতিনিধি!! কুমিল্লা জেলাকে মাদক মুক্ত করার জন্য পুলিশ সুপার, কুমিল্লা মহোদয় মাদকের বিরুদ্ধে যে প্রত্যয় ব্যক্ত করেছেন তারই ধারাবাহিকতায় পুলিশ সুপার, কুমিল্লা মহোদয়ের সার্বিক নির্দেশনায় অফিসার ইনচার্জ,দেবিদ্বার থানার নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ মাহাবুবুর রহমান খাদিম, এএসআই(নিঃ) মোঃ শাহাদাত হোসেন ও এএসআই(নিঃ) মোঃ মশিউর রহমান সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে জন দেবিদ্বার থানাধীন গোপালনগর ও ইউসুফপুর এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে মাদক ক্রয়-বিক্রয় ও বহনকালে ০৩ কেজি গাঁজা ও ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী ১। মিজানুর রহমান প্রঃ স্বপন(২০) ২। মোঃ সাইফুল ইসলাম রেজা(১৯) ৩। মোঃ মনির খান(১৮) ৪। মোঃ দুলাল মিয়া(৪৫) কে গ্রেফতার করে দেবিদ্বার থানা পুলিশ। এ ধরনের মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে।