তানভীর আলম, কুমিল্লা জেলা প্রতিনিধি!!
অফিসার ইনচার্জ, সদর দক্ষিন মডেল থানার নেতৃত্বে এএসআই ডালিম(নিঃ),এএসআই (নিঃ) কামরুজ্জামান ও সঙ্গীয় ফোর্সসহ দীর্ঘ ০৯ বছর বিদেশে পালিয়ে থাকার পর অবশেষে দেশে এসে আত্মগোপনে থাকা মাদক ব্যবসায়ী মোঃ কামাল হোসেন (৫২) পিতা গাজী মিয়া, গ্রাম: জয়নগর (আদর্শ গ্রাম) থানা: সদর দক্ষিন মডেল, জেলা কুমিল্লা। জিআর-৪৪৫/০৬(০৫ বছরের সশ্রম কারাদণ্ড ৫০০০ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ০৩ মাসের কারাদণ্ড) মূলে গ্রেফতার করে সদর দক্ষিণ মডেল থানা পুলিশ।