তানভীর আলম কুমিল্লা জেলা প্রতিনিধি !! কুমিল্লা জেলার চান্দিনা উপজেলায় ডাকাতির প্রস্তুতি কালে গোপন সংবাদের ভিত্তিতে ছয় ডাকাতকে অস্রসহ হাতেনাতে গ্রেফতার করে চান্দিনা মডেল থানা পুলিশ, কুমিল্লার পুলিশ সুপার জনাব ফারুক আহমেদ এর সার্বিক নির্দেশনায় সহকারী পুলিশ সুপার, দাউদকান্দি সার্কেল ও অফিসার ইনচার্জ, চান্দিনা থানার নেতৃত্বে এস আই(নিঃ) গিয়াস উদ্দিন সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বড় গোবিন্দপুর রাস্তার মাথায় মহাসড়কে ডাকাতির প্রস্তুতি কালে ১)আরিফ(২১) ২) আবুল(৩০) ৩) মোঃ সামির(২৪) ৪) মোঃ পারভেজ(২২) ৫) সুমন(২০) ৬) জসিম উদ্দিন(২৬) কে গ্রেফতার করা হয় এবং তাদের নিকট হইতে ১) ০১টি প্লাষ্টিকের হাতল সহ লোহার বড় কার্টার ২। ০১টি সুইচ গিয়ার ৩। ০১টি লোহার তৈরী রামদা ৪। ০২ টি কাঠের বাটযুক্ত ছোরা ৫। ০১টি দেশীয় এসএস পাইপের তৈরী কুড়াল ৬। ০২টি লোহার রড উদ্ধার করা হয়। কুমিল্লার পুলিশ সুপার জানান কুমিল্লা জেলায় ডাকাতি প্রতিরোধে কুমিল্লা জেলা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।