তানভীর আলম কুমিল্লা জেলা প্রতিনিধি!!
কুমিল্লা জেলার বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ সুপার, কুমিল্লা মহোদয় যে প্রত্যয় ব্যক্ত করেছেন এরই ধারাবাহিকতার অংশ হিসেবে পুলিশ সুপার, কুমিল্লা, মহোদয়ের সার্বিক নির্দেশনায় অফিসার ইনচার্জ, কোতোয়ালি মডেল থানার নেতৃত্বে কোতয়ালী মডেল থানাধীন আলেখারচর গ্রামে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের উত্তর পার্শ্বে কোকা-কোলা ফ্যাক্টরীর দক্ষিন কোনে খালি জায়গায় হইতে এসআই (নিঃ) ফারুক আহাম্মদ ও সঙ্গীয় অফিসার ফোর্সসহ ডাকাতির প্রস্তুতিকালে
১.আল আমিন (২৮),
২. আজগর আলী (২৮),
৩. আব্দুর রহিম (৩২), কে
১। একটি স্টীলের তৈরী সুইচ গিয়ার চাকু
২। একটি স্টীলের তৈরী চাকু
৩। একটি লোহার তৈরী কিরিচ
৪। একটি লোহার তৈরী রামদা
৫। ০৩ সুতার ০৫টি লোহার রড উদ্ধারসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
উল্লেখ্য যে গ্রেপ্তারকৃত আসামিদের নামে একাধিক ডাকাতি ও অন্যান্য মামলা রয়েছে।