তানভীর আলম কুমিল্লা জেলা প্রতিনিধি!! কুমিল্লা জেলার লালমাই উপজেলার পেরুল দক্ষিণ ইউনিয়ন এর, ৪নং ওয়ার্ডের ভাটেরা গ্রামের ভাটরা হাবিলদার মার্কেটের সামনের রাস্তা দিয়ে লাকসাম এবং ভুচ্চির শত শত সিএনজি বা অন্য সকল প্রকার যানবাহন চলাচল করছে.. গত এক মাসের মধ্যে ভাটেরা হাবিলদার মার্কেটের এই অনেক গুলো দূর্ঘটনা হয়েছে, এ সমস্ত দূর্ঘটনায় আহত হয়েছেন অনেকজন এর মধ্যে শিশুদের সংখ্যায় বেশি,স্পীড ব্রেকার না থাকায় গাড়ি গুলো অনেক বেশী স্পীডে আসার কারণে, রাস্তা পারাপার এর সময় প্রায় দুর্ঘটনা ঘটে যাচ্চে,তাই স্থানীয় এলাকাবাসীর দাবি দূর্ঘটনা এড়াতে ভাটেরা হাবিলদার মার্কেটে খুব তারাতারি একটি স্পীড বেকার প্রয়োজন, আমাদের সাথে কথা হয় ঐ গ্রামের এক যুবক( মাহমুদুল হাসান এর সাথে) সে আমাদের কে জানায় আসলে আমাদের গ্রামে অনেক বড় বড় প্রভাবশালী আছে.. কিন্তু কি করবো তাদের চোখে এগুলো পড়লেও না দেখার ভান ধরে চলে যায়.. মেম্বার, চেয়ারম্যান ও দেখে না আমি আপনাদের মাধ্যমে সরকারের উচ্চ পর্যায়ে দৃষ্টি আকর্ষণ করতেছি যেন অতি দ্রুত এই স্পীড ব্রেকার দেওয়া হয়, আর নয়তো ভবিষ্যতে আরো বড় ধরনের দূর্ঘটনা হওয়ার আশংকা আছে।