জসিম রানা, ভোলা।
ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, মহামারি করোনাকালেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে দেশের অর্থনৈতিক অগ্রগতি ও উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে। সোমবার সকালে লালমোহন উপজেলার ফরাজগঞ্জ ও পশ্চিম চরউমেদ ইউনিয়নে এলজিইডি ব্যবস্থাপনায় রাস্তা-ঘাট, ব্রীজ, কালভার্ট’র উন্নয়ন মূলক কাজ পরিদর্শনকালে একথা বলেন তিনি। এমপি শাওন আরো বলেন, আওয়ামীলীগ সরকারের আমলে দেশে ব্যাপক উন্নয়ন হয়েছে। সমাজের পিছিয়ে পড়া মানুষের ভাগ্যোন্নয়ন, অসহায় মানুষের খাদ্য, বস্ত্র ও বাসস্থানসহ বিভিন্ন সুযোগ-সুবিধা নিশ্চিত করতে বদ্ধপরিকর শেখ হাসিনা সরকার।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন আরজু, সহকারী প্রকৌশলী মিজানুর রহমান, ফরাজগঞ্জ ইউনিয়ন চেয়ারম্যান ফরহাদ হোসেন মুরাদসহ আরো অনেকে।