জসিম রানা, ভোলা।।
বিমান বন্দর সংলগ্ন নাজিরার টেকে এখন মাছ শুকানোয় ব্যস্ত সময় পার করছেন ব্যবসায়ীরা। প্রায় ৪ শত উদ্যোক্তা নভেম্বর হতে এপ্রিল অবধি শুটকি মাছ উৎপাদন করেন। গত বছর করোনার কারনে ব্যবসায় মন্দা যায়। অনেকে পুঁজি ভেঙ্গে চলতে হয়েছে। শুটকি মহলের ভাসানিয়া পাড়ার মরিয়ম বেগম তাদেরই একজন। ৭ সদস্যের সংসারে এক মাত্র ভরসা শুটকি মাছের ব্যবসা। করোনার মহামারির সময় এক লক্ষ টাকা পুঁজি ভেঙ্গে সংসার চালাতে হয়েছে। পুঁজি হারিয়ে চলতি মৌসুমে যখন দিশেহারা মরিয়ম। তখনই ব্যবসায় পুন বিনিয়োগের জন্য কোস্ট ফাউন্ডেশনের এসইপি প্রকল্প হতে দুই লক্ষ টাকা ঋণ ও করোনা প্রণোদনার ৩০ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়। মরিয়ম জানালেন, উজ্জল রৌদ্র ও সাগরে মাছ পড়ায় এবার শুটকির খুব ভাল মৌসুম যাচ্ছে। যদি পুঁজি না পেতাম তা হলে পথে বসতে হতো। তিনি আরও জানান, চলতি মৌসুমে প্রায় ৪ লক্ষ টাকার শুটকি বিক্রি হয়েছে। আরও দুই মাস ব্যবসা করতে পারবেন। সংস্থার ব্যবস্থাপক আফসার উদ্দিন জানান, শাখায় চলতি সপ্তাহে ২ লক্ষ টাকা প্রণোদনা সহায়তার লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে।