স্টাফ রিপোর্টার মোঃ মাসুদ আলম
হবিগঞ্জের চুনারুঘাটে আশ্রয়ণের আরও ৯৭টিপরিবারকে ঘর প্রদান ও উপজেলাকে ‘ক’ শ্রেণির ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা উপলক্ষে সংবাদ সম্মেলন করেছে উপজেলা প্রশাসন। সোমবার (২০মার্চ) দুপুরে উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় । সংবাদ সম্মেলনে উপজেলা নির্বাহী অফিসার সিদ্ধার্থ ভৌমিক বিস্তারিত তথ্য তুলে ধরে বক্তব্য রাখেন। তিনি বলেন, সারা দেশের ন্যায় ৪র্থ পর্যায়ে চুনারুঘাটের বড়আব্দা ও রানীগাও আরও ৯৭ টি ঘর আগামী ২২শে মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করবেন। ইতিমধ্যে চুনারুঘাটে মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর আশ্রয়ণ -২ প্রকল্পের আওতায় ৩১৭টি ও আশ্রয়ণ -১ ও গুচ্ছগ্রাম প্রকল্পের মাধ্যমে ৮ টি প্রকল্পস্থানে ১০৭০টি পরিবারকে পুনর্বাসন করা হয়েছে। ফলে এপর্যন্ত চুনারুঘাট উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন করার লক্ষ্যে ১৩৮৭ টি ভূমিহীন পরিবারকে পূর্ণবাসন করা হয়েছে। জানা যায়, চুনারুঘাট উপজেলার গাজিপুর ইউনিয়নের ইকড়তলী,কারিশাবস্তী, খেতামারা, মিরাশী ইউনিয়নের রাকি, পাকুড়িয়া সোনারগাঁও গুচ্ছগ্রাম, বনগাঁও রানিগাও নিয়াজপুর, পানছড়ি সহ ১২টি স্থানে ২ শতক ভূমিতে এসব ঘর নির্মাণ করা হয়।উপকারভোগীকে দলিলসহ এসব ঘর দেওয়া হয়েছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর, ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফর রহমান মহালদার, আবিদা খাতুন, সহকারী কমিশনার ভূমি আফিয়া আমিন পাপ্পা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পাল , চুনারুঘাট প্রেসক্লাবের সভাপতি মো: জামাল হোসেন লিটল, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, অনলাইন প্রেসক্লাব সভাপতি মহিদ আহমদ চৌধুরী, এনটিভি প্রতিনিধি ইসমাইল হোসেন বাচ্চু, নূর উদ্দিন সুমন সহ জনপ্রতিনিধি ও উপজেলার প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। চুনারুঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর বলেন, এসব পরিবারের সুপেয় পানি, বিদ্যুৎ, শিক্ষা, স্বাস্থ্যসহ সকল সুবিধার ব্যবস্থা করা হয়েছে। তাদের কর্মসংস্থানের জন্য সরকারের পরিকল্পনা রয়েছে। সাংবাাদিকদের এক প্রশ্নের জবাবে উপজেলা নির্বাহী অফিসার বলেন, চুনারুঘাট উপজেলায় এ পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী যে সকল ভূমিহীন ও গৃহহীন পরিবার পাওয়া গেছে তাদের ঘরের ব্যবস্থা করা হয়েছে। এরপরও যদি কেউ নতুন করে গৃহহীন হয় তাহলে পর্যায়ক্রমে তাদেরকেও আশ্রয়ের ব্যবস্থা করা হবে।