জসিম রানা, ভোলা।
ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল ভোলায় শুভাগমন উপলক্ষে মোটর সাইকেল ও মাইক্রো বাসের বিশাল শো-ডাউনে জনতার ঢল নেমেছে। দৌলতখান, বোরহানউদ্দিনের হজার হাজার মানুষ তাদের প্রিয় নেতাকে শুভেচ্ছা জানাতে মোটর সাইকেল ও মাইক্রোবাসযোগে সুদূর ইলিশা ঘাট থেকে দৌলতখান বাজার পর্যন্ত বিশাল শো-ডাউনে অংশ নেয়। এদের মধ্যে অধিকাংশই ছিলো আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীদের কর্মী-সমর্থকরা। রবিবার দুপুরে ভোলার ইলিশা ঘাট থেকে শুরু করে দৌলতখান বাজার পর্যন্ত ৭ ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীদের কয়েক হাজার কর্মী-সমর্থকরা এ শো-ডাউনে অংশ নেয়। উল্লেখ্য ২য় দফায় ভোলার দৌলতখানের ৭টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। ইউনিয়নগুলো হলো- মদনপুর, মেদুয়া, চরপাতা, উত্তর জয়নগর, দক্ষিণ জয়নগর, চরখলিফা ও ভাবানী পুর। মদনপুর নৌাকা প্রতীক পেয়েছেন, নাছির উদ্দিন নান্নু ,মেদুয়া নৌাকা প্রতীক পেয়েছেন, মনজুর আলম, চরপাতা নৌাকা প্রতীক পেয়েছেন, কাজল ইসলাম তালুকদার, উত্তর জয়নগর নৌাকা প্রতীক পেয়েছেন বশির আহাম্মেদ সরদার দক্ষিন জয়নগর নৌাকা প্রতীক পেয়েছেন, আলমগীর হাওলাদার, চরখলিফা নৌাকা প্রতীক পেয়েছেন শামীম হোসেন অমি চৌধুরী, ভবানীপুর নৌাকা প্রতীক পেয়েছেন গোলাম নবী নবু। ইলিশা ঘাট, ঘুইগারহাট, বাংলাবাজার ও দৌলতখানে এমপি মুকুল আগত জনগনের উদ্যেশ্যে পথসভায় বক্তব্যে বলেন, সকল সড়যন্ত্রকে রুখে দিয়ে আমরা জাতীর পিতার স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলব। তিনি এসময় আরো বলেন, প্রধান মন্ত্রী শেখ হাসিনা আপনাদের জন্য আমাকে দায়িত্ব দেয়ার পর আমি সাধ্য মতো আপনাদের সেবা করার চেষ্টা করিছে। করোনা দূর্যোগ মুহুর্তে ঘরে থাকা কর্মহীন অসহায় মনুষদের দ্বারে দ্বারে গিয়ে আমি সহযোগীতার হাত বাড়িয়ে দিয়েছি। অন্যদিকে এ পর্যন্ত আমি আমার নির্বাচনী এলাকার ৬ থেকে ৭শত বেকার যুবকদের চাকুরি দিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা করেছি। যার ভিতর পুলিশের এসআই ও সার্জেন্টসহ উপরস্থ কর্মকর্তারা রয়েছে। বিনিময়ে আমি তাদের থেকে কিছু নিয়েছি বলে যদি কেউ প্রমান করতে পারে, তবে আমি সারজীবনের জন্য রাজনীতি ছেড়ে দিবো। তিনি আরো বলেন, আওয়ামীলীগ একটা বৃহত্তর সংগঠন। আওয়ামীলীগ এশিয়া মহাদেশের সর্ব শ্রেষ্ঠ দল। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে এলাকার একাধিক প্রার্থী থাকতে পারে এটাই স্বাভাবিক। আগামী ইউপি নির্বাচন হবে সুষ্টু নিরপেক্ষ ও গঠনতন্ত্র অনুসারে। আমরা ইউনিয়ন সভাপতি, সেক্রেটারীদের সমন্বয়ে গোপন ভোটের মাধ্যমে নির্বাচিত হওয়া প্রর্থীদের তালিকা কেন্ত্রীয় নির্বাচন কমিটির কাছে পাঠিয়েছি। সেখানে তারা প্রার্থীদের গ্রহন যোগ্যতা দেখে নৌকা মার্কা প্রতীক বরাদ্দ করেছে। পথসভায় এসময় দৌলতখান ও বোরহানউদ্দিন উপজেলা আওয়ামীলীগের নেতা-কর্মী, ইউনিয়ন আওয়ামীলীগের নেতা কর্মী ও সম্ভাব্য চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীরা উপস্থিত ছিলেন।