জসিম রানা, ভোলা।
শারদীয় দূর্গা উৎসব উপলক্ষে আজ ভোলার বোরহানউদ্দিনে ১৬টি পুজা মন্ডপ পরিদর্শণ করেছেন। ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মকুল। মঙ্গলবার সন্ধ্যার পর থেকে তিনি উপজেলার বিভিন্ন পুজা মন্ডপে গিয়ে তাদের খোজ খবরের পাশাপাশি শারী, লুঙ্গি ও নগদ টাকা বিতরণ করেন। এসময় এমপি মুকুল বলেন, ২০০১ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত এ এলাকার সংখ্য লঘুরা বিএনপির হায়নাদের তান্ডবে শান্তিতে তাদের উৎসব পালন করতে পারেনি। একমাত্র আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসর পর থেকে তারা পুলিশ প্রটেকশন ছাড়াই শান্তি মতো তাদের উৎসব পালন করে যাচ্ছে। তিনি আরো বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে সব ধর্মের মানুষ সমভাবে উন্নয়নের সুফল উপভোগ করছে। তিনি আরোও বলেন, ‘ধর্ম যার যার, উৎসব সবার’-এ মন্ত্রে উজ্জীবিত হয়ে বাংলাদেশে আমরা সব ধর্মীয় উৎসব একসঙ্গে পালন করি। বাংলাদেশ ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের নিরাপদ আবাসভূমি। বর্তমান আওয়ামী লীগ সরকার জাতি-ধর্ম-বর্ণ-গোষ্ঠী নির্বিশেষে সবার উন্নয়ন করে যাচ্ছে। এসময় তার সাথে বোরহানউদ্দিন পৌরসভার মেয়র রফিকুল ইসলামসহ উপজেলা আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীগন উপস্থিত ছিলেন।