জসিম রানা, ভোলা।
ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, আওয়ামী লীগকে নের্তৃত্বশূন্য করতে ও আওয়ামীলীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ দলের প্রথম সারির নেতাদের হত্যার উদ্দেশ্যে ২১ আগস্ট গ্রেনেড নারকীয় হামলা করিয়েছে বিএনপি-জামাত জোট সরাকার। পরে ওই ঘাতক চক্রদেরকে নিরাপদে বিদেশে পালিয়ে যাওয়ার সুযোগও করে দিয়েছিল বিএনপি-জামাত জোট সরকার।
সকালে লালমোহন ও তজুমদ্দিন উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে “২১ আগস্টের গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে আলোচনা সভা ও দোয়ার পৃথক দুটি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালী যোগ দিয়ে এসব কথা বলেন তিনি।
তিনি আরো বলেন, ২১ আগস্টের হামলায় খালেদা জিয়ার অনুমোদন ছিল, যা দিবালোকের মতো পরিষ্কার। হামলার গুরুত্বপূর্ণ সব আলামত ধ্বংস করেছিল তারা, কিন্তু সত্য চাপা থাকেনি। বিএনপি এখনো হত্যা ও ষড়যন্ত্রের রাজনীতি বেছে নিয়ে আইএসআইর অ্যাজেন্ডাকে বাস্তবায়নের প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে।
তাই ২১ আগস্টের হামলা মামলার রায় দ্রুত কার্যকর করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন এমপি শাওন।
পরে ২১ ্আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের রুহের মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, লালমোহন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমদ, তজুমদ্দিন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ফখরুল আলম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান, লালমোহন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদারসহ স্থানীয় আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নের্তৃবৃন্দরা।