সকাল গড়িয়ে দুপুর হতে চলেছে জানা নেই আদৌ রান্না হবে কি না। তরকারি তো দূরের কথা এবেলার দু’মুঠো চালও ঘরে নেই।
দিনের আয়ে দিন চলে। নদীতে মাছ না ফেলে ধারদেনার বোঝা বাড়ে। তাই বাধ্য হয়ে অভিযানের ভিতরে ও মাছ শিকার করতে যায় জেলেরা। দু’বেলা কিংবা একবেলা খেয়ে দিন কাটায়। পরিবার পরিজন নিয়ে এমন সংকট, দিন আনা-দিন খাওয়া মানুষগুলোর নিত্য দিনের সঙ্গী। কষ্টের দিনগুলো কিছুতেই শেষ হতে চায় না তাদের। তাই মাছ শিকার করলে খাবার জোটে আর না করলে আধপেটে থাকতে হয় ভোলার চরাঞ্চল আর বেড়ি বাঁধের মানুষগুলোর।
চর পাতা নুরুদ্দিনের দোকান, কাজীর হাটের চরের মত এমন আরো অনেক চরের অসহায় জেলেদের। তবুও এখানে জীবন চলে জীবনের প্রয়োজনে। এখানে দিনে পর দিন বেঁচে থাকে অভাবী মানুষের অনাহার আর অর্ধাহারের গল্প